বিশ্বের ৫৯টি দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু: অর্থ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ২০:০৭ আপডেট: : ০২ জুন ২০২৫, ২০:২২

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) :  অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় জানিয়েছেন বিশ্বের ৫৯টি দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। তার এ বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেন, বাংলাদেশের সকল মিশনে ই-পাসপোর্ট, ই-ভিসা এবং ই-ট্রাভেল পারমিট প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা প্রবর্তনের জন্য বিভিন্ন চেকপোস্টে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই-গেইট স্থাপন করা হয়েছে। 

সুরক্ষা সেবার মানোন্নয়নে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন গ্রহণের শর্ত শিথিল করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন ২০২৫ প্রণয়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। 

সালেহউদ্দিন আহমেদ জানান, আন্তর্জাতিক সহযোগীদের সাথে সমন্বয়পূর্বক সন্ত্রাসীদের অর্থায়নসহ বিভিন্ন ট্র্যান্সন্যাশনাল সংঘবদ্ধ অপরাধ (অর্গানাইজড ক্রাইম) মোকাবিলার অংশ হিসেবে তুরস্কের সাথে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
চীনের কাছে লেবাননের হারে প্রথমবারের মত মূল পর্বে বাংলাদেশ
ফিটনেস পরীক্ষায় একমাত্র ‘এলিট’ নাহিদ রানা
গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর: সালাহউদ্দিন আহমদ
পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
ডেভিডের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৬৯ রান
বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন
এ জে মোহাম্মদ আলীর অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে : প্রধান বিচারপতি
সারা দেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কারাদণ্ড, জরিমানা আদায় ও জব্দ
১০