দক্ষ যুবসমাজ গড়ে তোলার জন্য কাজ করছে সরকার: সালেহউদ্দিন

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ২০:৪২
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন। ছবি: পিআইডি

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার দক্ষ যুবসমাজ গড়ে তোলার জন্য এবং তাদের অপরিসীম শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য কাজ করছে।

তিনি বলেন, ‘দেশ বদলাও, বিশ্ব বদলাও’  প্রতিপাদ্যে সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে সারাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের জন্য যুব ঋণের  সীমা বৃদ্ধি করে সর্বোচ্চ  ২ লাখ টাকা করা হয়েছে। সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণসীমা বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় তিনি আজ ২০২৫-২৬ অর্থবছরের  প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে ‘অর্থনীতি ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ বিষয়ক টাস্কফোর্স’ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ করেছে। যেমন, বৈদেশিক ঋণের পরিমাণ সহনীয় পর্যায়ে রাখা, উন্নয়ন প্রকল্প বাছাইয়ে সতর্কতা অবলম্বন, সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবেলা, ভৌত অবকাঠামো উন্নয়ন, রপ্তানি পণ্যের বৈচিত্র্য, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিবেশবান্ধব শিল্প সম্প্রসারণ ইত্যাদি।

তিনি আরও জানান, দেশের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে প্রকাশিত ‘শ্বেতপত্রে’ পূর্ববর্তী সরকারের দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এই সকল সুপারিশ জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘এ বছরের বাজেট প্রণয়নের আগে দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে আমরা যে মূল্যবান পরামর্শ পেয়েছি। তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা তাদের পরামর্শ যথাসম্ভব বাজেটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০