বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৯

আগামী সোমবার ভূমি অপরাধ আইনসহ তিনটি বিল সংসদে উত্থাপন করা হবে : ভূমিমন্ত্রী 

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী  বলেছেন, জাতীয় সংসদে আগামী সোমবার  ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’সহ মোট তিনটি ভূমি বিষয়ক বিল উত্থাপন করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, অন্য দুটি বিল হচ্ছে-  ‘ভূমি সংস্কার আইন, ২০২৩’ ও ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩’।
সাইফুজ্জামান চৌধুরী আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র উদ্যোগে রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত ‘ঢাকার বিকেন্দ্রীকরণ এবং বাংলাদেশে টেকসই নগরায়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী  বলেন,  প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর আগামী অক্টোবর মাসের মধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ তিনটি বিলই আইন হিসেবে সংসদে পাস করা সম্ভব হবে। 
তিনি বলেন, ডিজিটাল সার্ভে সম্পন্ন হলে আগের জরিপে হওয়া অনেক সমস্যা দূর করা সম্ভব হবে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় সীমা বহির্ভুত অতিরিক্ত জমির মালিক হওয়ার সুযোগ থাকবে না। 
তিনি আরো বলেন, আমরা চাই ঘরে বসেই মানুষ যেন ভূমিসেবা গ্রহণ করতে পারে। একান্ত জরুরী প্রয়োজন ছাড়া যেন কারো ভূমি অফিসে না যেতে হয়। যত ‘হিউম্যান টু হিউম্যান কানেকশন’ কম হবে, সেবা গ্রহণ তত ভালো হবে। 
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত  সচিব কাজী মো.ওয়াসি উদ্দিন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ড. ফারহিনা আহমেদ। 
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ও স্থপতি ইকবাল হাবিব সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারটিতে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার।