শিরোনাম
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। বাংলাদেশের যে উন্নয়ন যাত্রা চলমান রয়েছে তা আগামী নির্বাচনের মাধ্যমে অব্যাহত রাখতে হবে।
আজ সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্যমঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মানিক লাল ঘোষ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
পানি সম্পদ উপ-মন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী। যারা গণতন্ত্রের নামে নির্বাচন ঠেকাতে চায় এদেশের জনগণ তাদের প্রতিহত করবে। নিশ্চিত পরাজয় জেনে বিএনপি আগামী নির্বাচন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে।