শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : ভারত সরকারের কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, আমরা বাংলাদেশকে কখনো আলাদা মনে করি না, এর সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। সীমান্তের কাঁটাতারের বেড়া আমাদের আন্তরিকতায় বাঁধা হতে পারে না।
শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সীমান্ত পথে ৪ দিনের বাংলাদেশ সফরে তিনি আসার পথে সাংবাদিকদের একথা বলেন।
প্রতিমা ভৌমিক আরো বলেন, বাংলাদেশের নাটক, সিনেমা, কথাবার্তা, চাল-চলন, আত্মীয়স্বজন থেকে শুরু করে খাওয়া-দাওয়াসহ সবকিছুতেই আমাদের দারুণ মিল রয়েছে। অনেকে ত্রিপুরাবাসীদের ‘বাঙালি’ বলে ডাকে, আমরা তাতে রাগ করি না, বরং গর্ববোধ করি।
প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ।
ভারতের ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।