বাসস
  ০৫ নভেম্বর ২০২৩, ২০:৫১

চারটি শর্তে সমঝোতা স্মারক সই করেছে  কেএনএ-শান্তি প্রতিষ্ঠা কমিটি

বান্দরবান, ৫ নভেম্বর, ২০২৩, (বাসস) : বান্দরবানে কেএনএফ ও শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে চারটি  শর্তে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 
রোববার সকাল ১১ টায় বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়া কমিউিনিটি সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়। 
সমঝোতা স্মারকের শর্তগুলো হলো: প্রথমত উদ্ভূত যে কোন সমস্যা সংলাপের মাধ্যমে নিষ্পত্তি করতে উভয় পক্ষ দৃঢ় প্রতিজ্ঞ। শান্তি প্রতিষ্ঠা চলাকালীন সময়ে কেএনএফ কোন প্রকার সশস্ত্র তৎপরতায় লিপ্ত হবে না এবং আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। এতদউদ্দেশ্যে আইনশৃজঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা রক্ষায় নিরাপত্তাবাহিনীর সাথে সহযোগিতামূলক সর্ম্পক বজায় রাখা হবে। 
দ্বিতীয় শর্তে রয়েছে, সকল কুকি সম্প্রদায়ভুক্তদের নিজ আবাসস্থলে ফেরত আসার ব্যাপারে অনুকূল পরিবেশ তৈরির জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
তৃতীয় শর্তে উল্লেখ করা হয়েছে, কেএনএফের পক্ষ থেকে কুকি সম্প্রদায়ের ভাগ্যোন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা এবং কর্মসংস্থানের যোগ্যতার ভিত্তিতে প্রস্তাবনা প্রেরণ করবে।যা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য বিবেচনা করা হবে।
এছাড়াও চতুর্থ শর্তে বলা হয়েছে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী সংলাপ আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। বৈঠকের তারিখ উভয়পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পরবর্তী সংলাপ পর্যন্ত কেএনএফ সকল সশস্ত্র তৎপরতা থেকে বিরত থাকবে। 
সমঝোতা স্মারকে শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং কেএনএফ রিপেজিনটেটিভ ফর পিস ডায়ালগ, কেএনএফের প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা এন্ডার লাল এং লিয়ান এর মধ্যে ৪ শর্তে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় শান্তি  প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদস্য মনিরুল ইসলাম মনু, লেলুং খুমী, বাসিং থোয়াই, লালজার বম ও জারলম বমসহ ৯জন  সদস্য এবং কেএনএফের ৫ জন সদস্য অংশ নেন।