আসিফ নজরুল তার সৌদি সফরের ফলাফল সম্পর্কে সুসংবাদ দিয়েছেন 

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৯
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি বাসস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আজ বলেছেন, তিনি সৌদি আরবে তার সরকারি সফরের বিষয়ে কিছু সুসংবাদ পেয়েছেন।

তিনি তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ফেসবুক পোস্টে তার সফরের বিষয়ে উল্লেখ করেছেন যে, রিয়াদে তিনি সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

আসিফ নজরুল কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও সাক্ষাত করেছেন।

আসিফ নজরুল বলেন, সৌদি আরব ইকামা ছাড়া সেখানে বসবাসকারী বাংলাদেশীদের বিষয়ে নিয়োগ কর্তাদের দায়িত্ব আরও কঠোরভাবে তদারকি করার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি আরো বলেন, সৌদি আরব নিয়োগ সংক্রান্ত চুক্তি বাংলাদেশে কর্মীদের কাছে আগাম পাঠানোর বিষয়টি বিবেচনা করবে এবং বাংলাদেশ পেশাদারদের সার্টিফিকেট যাচাই করবে।

উপদেষ্টা বলেন, ওমান দেশটিতে অবস্থানরত সকল বাংলাদেশীকে বৈধ করার ও দ্রুত বাংলাদেশ থেকে লোক নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, কাতারও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত এগুলো সবই প্রতিশ্রুতি। তবে, সেগুলো আন্তরিক বলে মনে হচ্ছে।

আসিফ নজরুল বলেন, বিষয়গুলোর অগ্রগতি নিশ্চিত করার জন্য আমরা যোগাযোগ অব্যাহত রাখব।

উপদেষ্টা আরো বলেন, বিদেশে কিছু লোক বিমান ভাড়া সম্পর্কে তার কাছে অভিযোগ করেছেন।

তিনি বলেন, এটি আমার মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে আমি এক বা দুই দিনের মধ্যে বিমান পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বসব।’

আসিফ নজরুল সৌদি আরবের প্রায় বিশটি বড় কর্মসংস্থান কোম্পানি ও বিদেশে বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের সাথেও বৈঠকে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু 
মনিজা রহমানের কাব্যগ্রন্থের প্রতিটি বাক্যই এক একটি প্যান্ডোরার বক্স
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
ইসিতে শর্ত পূরণে তথ্য জমা দিয়েছে ৮০টি দল
প্রফেসর ড. এম. শমশের আলীর ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক
বাংলাদেশকে হালাল পণ্যের হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: বিডা চেয়ারম্যান
তরুণদের হাত ধরেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠিত হবে : তারেক রহমান 
মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে : মির্জা ফখরুল
১০