বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের রক্ষিত লকার ফ্রিজ করতে দুদকের চিঠি

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৭

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রক্ষিত কর্মকর্তাদের সেইফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য স্থগিত (ফ্রিজ) করে কেউ যাতে ওই লকার খুলে রক্ষিত মালামাল নিতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এই তথ্য জানান। 

তিনি জানান, বিগত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিক্রমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত দুর্নীতি দমন কমিশনের টিম বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত অভিযোগ সংশ্লিষ্ট সাবেক এক ডেপুটি গভর্নরের সেইফ ডিপোজিট তল্লাশি করে। তল্লাশি করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর চৌধুরী জমাকৃত তিনটি সিলগালা কোটা খুলে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১০০৫.৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে।’ 

মহাপরিচালক জানান, তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কিছু কর্মকর্তারও সেখানে লকার রয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তাদের কাছে প্রতীয়মান হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরো অনেকের এ ধরনের যে লকার রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সে জন্যে অনুসন্ধান দলের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে সেই লকারগুলো সাময়িকভাবে স্থগিত (ফ্রিজ) করতে অনুরোধ করা হয়েছে। আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবে বলে তিনি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে জমে উঠেছে পোশাকের বাজার
প্রধান উপদেষ্টা ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করলেন 
নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে 
আঙ্কারায় কয়েক হাজার মানুষের বিক্ষোভ
কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা 
মাহফুজ আলমের এডিটেড ছবি দিয়ে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
ইসরাইলকে শাস্তি দেওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর
ভারতের ভিডিওকে আওয়ামী লীগের ওপর নির্যাতন বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
সুন্দরবনে সাঁতার কাটতে নেমে নিখোঁজ মাহিদের মরদেহ ‎৩০ ঘণ্টা পর উদ্ধার
অসুস্থ হেফাজত নেতা ফারুকীর সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল
১০