শিরোনাম
সিলেট, ৯ নভেম্বর, ২০২৩ (বাসস) : বিএনপি'র ডাকা তৃতীয় দফা অবরোধের ২য় দিনে সিলেটের কোথাও জনজীবনে কোন প্রভাব নেই। সর্বত্রে নির্বিঘ্নে চলছে সকল প্রকার যানবাহন।
আজ বৃহস্পতিবার সিলেটে প্রায় ‘প্রভাবহীন’ হয়ে পড়েছে এ অবরোধ। তৃতীয় দফা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সিলেটে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে।
আজ সকাল থেকে সিলেটের সকল সড়কে বেড়েছে সকল ধরণের যানবাহন চলাচল। নির্বিঘেœ লোকজন চলাফেরা করছেন সিলেট মহনগর সহ জেলার সর্বত্র। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ বিভিন্ন বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসসহ আঞ্চলিক সড়কের বাস। নগরজুড়ে সিএনজিচালিত অটোরিকশা, যানবাহন ও ব্যক্তিগত গাড়ি নির্বিঘেœ চলাচল করছে। এছাড়াও সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রাম সহ অন্যান্য রুটে নির্ধারিত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যাংক বীমাগুলোতে অন্যান্য দিনের মতো লেনদেন স্বাভাবিক রয়েছে। সরকারী বেসরকারী দফতর ও প্রতিষ্ঠানগুলো সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা রাখায় প্রতিদিনের মতো স্বাভাবিক কার্যক্রম অব্যাহত ছিলো। শিক্ষার্থীরা অবরোধ ডিঙিয়ে নির্ধারিত যানবাহন ছাড়াও গণপরিবহনে স্কুল কলেজে গেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম প্রতিদিনের ন্যায় স্বাভাবিক ছিলো। অবরোধ কর্মসূচির কারনে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিলেটর কোথাও কোন প্রভাব বা অপ্রীতিকর কোন ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সিলেটে বিএনপি কিংবা অবরোধকারীদের কোথাও কোন অবস্থান বা পিকেটিং লক্ষ্য করা যায়নি। সিলেট নগরী ও বিভিন্ন উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, বিজিবি, র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ও রাস্তায় টহল ব্যাপক জোরদার ছিলো। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ টিমের সিলেটের গুরুত্বপূর্ণ রাস্তায় টহল অব্যাহত ছিলো। অবরোধ চলাকালীন সময়ে মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় তাদের সতর্ক অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন ও জেলা পুলিশ।
এদিকে অবরোধে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন সহ সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দু একটি স্থানে চোরাগুপ্তা পিকেটিং করছে। তবে, সিলেটের কোথাও দীর্ঘসময় রাজপথে তাদেরকে অবস্থান করতে দেখা যায়নি।
অপরদিকে দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যর প্রতিবাদে সিলেট নগরী ও উপজেলা সদরগুলোতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত রেখেছে। তারা বিএনপি জামায়াতের দেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাড়িয়ে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মাঝ পথেই প- হয় যায় বিএনপির সমাবেশ। সমাবেশ বানচালের প্রতিবাদে পরের দিন (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা বিএনপি হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। এনিয়ে বর্তমানে তৃতীয় দফায় টানা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসুচীর ডাক দেয় দলটি।