বাসস
  ১০ নভেম্বর ২০২৩, ১৮:০৬

সুন্দর আগামী প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে: সালমান এফ রহমান

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৩ (বাসস): প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, সুন্দর আগামী প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। 
তিনি বলেন, নতুন প্রজন্ম বিনির্মানে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। 
আজ শুক্রবার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের আগামী বিশে^র চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় প্রস্তুত করতে হবে। তা না হলে আমরা পিছিয়ে পড়বো। 
সালমান ফজলুর রহমান বিএনপির উদ্দেশ্যে বলেন, এখনো সময় আছে নির্বাচনে অংশগ্রহন করুন। জ্বালাও পোড়াও করে কোন সমাধানে আসতে পারবেন না। দেশের মানুষের জীবন নাশ করে, ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতায় আসা যায় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহ-সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর সদানন্দ মধু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রইস উদ্দিন মিলন, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাসেদ মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সিনিয়র এএসপি আশরাফুল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, সহ-সভাপতি সাফিল উদ্দিন মিয়া, মো. ইব্রাহীম খলিল, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।
এর আগে দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ, ৫টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, আগামীতে কমিউনিটি ক্লিনিকের সাথে হাসপাতালের টেলিযোগাযোগ স্থাপন করা হবে। অনেক রোগীকে কমিউনিটি ক্লিনিক থেকে এখানে আসতে হবে না। 
ঢাকা জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম শাহাবুদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম।
বিকেলে সালমান রহমান দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে স্থানীয় সরকার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। দোহার উপলজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ ও জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।