শিরোনাম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৩ (বাসস) : সংগঠনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
আজ শনিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে ধানমন্ডি ৩২ এ গিয়ে শেষ হয়। উন্নয়ন শোভাযাত্রার শুরুতে নেতা-কর্মীদের শপথ পাঠ করান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রধান ফটকের সামনে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ও জাহাঙ্গীর কবির নানক প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এর আগে দুপুর দেড়টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা হেঁটে, ট্রাকে করে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জড়ো হতে শুরু করেন। মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে যুবলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে শোভাযাত্রা সহকারে ধানমন্ডি ৩২ নম্বররের দিকে যাত্রা শুরু করেন।
শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্সল্যাব, কলাবাগান, মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তারা নেচে-গেয়ে এটি উদযাপন করছেন। তাদের হাতে পতাকা, ফেস্টুন ও ব্যানার দেখা গেছে। অনেকে লাল-সবুজ পোশাক পরেছেন।
এর আগে সকালে ধানমন্ডি-৩২ নম্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এছাড়াও সকালে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের নিহত সকল শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ নেতারা। এসময় বনানী কবরস্থান মসজিদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ।