শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৭ জানুয়ারি, ২০২৪ (বাসস): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
আজ রোববার সকাল ৮টায় প্রধানমন্ত্রীর বাড়ির ভোট কেন্দ্র খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন শেখ পরিবারের প্রবীণ সদস্য ও প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন।
এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও সাবেক এমপি নাজমা আক্তার, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ভোট দিয়ে প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জীবনমান উন্নয়নে দেশের সমস্ত ক্ষেত্রেই উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসী নৌকায় ভোট দেবেন। যারা হরতাল ডেকেছে তাদের নেতাকর্মীরাও ভেদাভেদ ভুলে চুপি-চুপি আজ নৌকায় ভোট দেবেন। দেশের মানুষ বিপুল ভোটে আওয়ামী লীগকে নির্বাচিত করবেন। শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ সরকার গঠন করবে ইনশাল্লাহ ।
গোপালগঞ্জ-০৩ আসনের ১০৮ টি কেন্দ্রের ৬২৭টি বুথে ভোট গ্রহন চলছে। এ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৩০০জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৮ হাজার,৬৯১ জন ও নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৬০৮ জন। হিজড়া ভোটার রয়েছেন একজন।
এ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম, জাকের পার্টির মাহাবুর মোল্লা, গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম. নিজাম উদ্দিন লস্কর, বাংলাদেশ কংগ্রেসের শহিদুল ইসলাম মিন্টু ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।