বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলের নাম পরিবর্তন

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩৪
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। ছবি : বাসস

রংপুর, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রংপুর  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র ও ছাত্রীদের দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

এসময় উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই ‘শহিদ আবু সাঈদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।

উপাচার্য তার বক্তব্যে এই দিবসটি জাতীয় পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালনের আহবান জানান।

উপাচার্য বলেন, জুলাই আন্দোলনে বেরোবি’র আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহিদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের ব্যবসা চলমান থাকবে-বাণিজ্য উপদেষ্টা
সিটিকে হতাশ করে প্রথমবারের মত এফএ কাপের শিরোপা জিতলো প্যালেস
বেরোবিতে ফাইল ট্র্যাকিং সিস্টেম চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে : উপাচার্য
ছয় বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
অনায়াসে আরও দুই বছর টেস্ট খেলতে পারত কোহলি : শেবাগ
অটিস্টিক শিশুদের প্রতি যত্নশীল ও সচেতন থাকতে হবে
৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত
নাটোর পৌরসভায় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অংশীজন সভা
বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
পবিপ্রবিতে প্রথমবারের মতো ‘গবেষণা’ উৎসব অনুষ্ঠিত
১০