জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১২:৩৯
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি: বাসস

শেরপুর, ১৫ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার রাত ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় শহীদ মাহবুব দল চ্যাম্পিয়ন এবং শহীদ সবুজ দল রানার আপ হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং সেরা বক্তার হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়া গত ৬ আগস্ট শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় এডিসি রাজস্ব শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়েদুল আলম, জেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেলসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী চিত্রাঙ্কন, কবিতা পাঠ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রেসক্লাব। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে আয়নাঘরে থাকতে হতো : আব্দুল হান্নান মাসউদ
প্রতিবন্ধিত্ব জয় করে সফল দিনাজপুরের রাজিউল
কুড়িগ্রামে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত
নওগাঁয় মার্সেলো তরমুজ চাষে সফল চাষিরা
বাগেরহাট জেলা বিএনপি’র খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন   
আমার শহরে জুলাই অভ্যুত্থান / রাজশাহীতে ৫ আগস্ট পরবর্তী ট্রাফিক নিয়ন্ত্রণ করতেন শিক্ষার্থীরা
মাদারীপুরে ৫ দোকান আগুনে পুড়ে ছাই
জয়পুরহাটে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনে দোয়া মাহফিল
নাটোরের নারদ নদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু 
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ বৈঠকের আগে তেলের দাম বৃদ্ধি
১০