জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১২:৩৯
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি: বাসস

শেরপুর, ১৫ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার রাত ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় শহীদ মাহবুব দল চ্যাম্পিয়ন এবং শহীদ সবুজ দল রানার আপ হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং সেরা বক্তার হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়া গত ৬ আগস্ট শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় এডিসি রাজস্ব শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়েদুল আলম, জেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেলসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী চিত্রাঙ্কন, কবিতা পাঠ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রেসক্লাব। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০