শিরোনাম
ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ ও নতুন সরকার গঠন করায় আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ এক অভিনন্দন বার্তায় পঞ্চমবার ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ ও নতুন সরকার গঠন করায় বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করার পাশাপাশি বাংলাদেশের জন্মশত্রু ও তাদের সাম্প্রদায়িক রাজনৈতিক ভাবাদর্শ ও সাংস্কৃতিক সাম্প্রদায়িকতার মূলোৎপাটন, রাষ্ট্র-রাজনীতি-সমাজ-অর্থনীতি-বাজার জিম্মিকারী লুটেরা মাফিয়া-সিন্ডিকেটকে শক্তহাতে দমন, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক-সামাজিক বৈষম্য হ্রাস এবং সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার মধ্য দিয়ে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাবেন।
নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, কল্যাণ ও সাফল্য কামনা করেন। তারা নতুন সরকারের মন্ত্রী পরিষদের সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।