শিরোনাম
ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৪ (বাসস) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ৫ম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় জননেত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন নয়া মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
আইডিইবি’র সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শামসুর রহমান আজ এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।
মন্ত্রিপরিষদের সার্বিক সাফল্য কামনা করে নেতৃবৃন্দ বিবৃতিতে আশা প্রকাশ করেন, “স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান” অঙ্গীকারে ৫ম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন নয়া মন্ত্রিপরিষদ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবেন।
তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি দেশে সার্বিক স্থিতিশীলতা আনয়নে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা গ্রহণ ও সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখা, ইতিবাচক পরিবর্তনে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান ভিত্তিক কর্মমুখী মানসম্পন্ন শিক্ষার প্রসার, আর্থিক খাতে শৃঙ্খলা আনয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন শোষণ বঞ্চনামুক্ত বৈষম্যহীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সম্প্রীতির স্মার্ট বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে বিবৃতিতে নেতৃবৃন্দ আইডিইবি সদস্যদের সর্বাত্মক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।