শিরোনাম
ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৪ (বাসস) : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন লালমনিরহাট-৩ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মতিয়ার রহমান এবং লালমনিরহাট-১ আসনের চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য মোতাহার হোসেন।
এসময় লালমনিরহাট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. নুরুজ্জামানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজ শুক্রবার পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডভোকেট মতিয়ার রহমান বলেন, দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র উপেক্ষা ও মোকাবিলা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একটি অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার শতাধিক নেতা-কর্মী এবং ঢাকায় কর্মরত সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জহুরুল ইসলাম টুকু এসময় উপস্থিত ছিলেন।