শিরোনাম
ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : ঢাকা আশা করেছে, আগামী সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদের প্রথম দ্বিপাক্ষিক দিল্লি সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষরের বিষয়ে অমীমাংসিত ইস্যু আলোচনা হবে। আজ সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন দিল্লি সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সার্বিক বিষয়ে আলোচনা হবে। আমরা আশা করছি, এ সময় তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়েও আলোচনা হবে।’
পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে তার প্রথম দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। সাবরিন বলেন, সফরকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, সংযোগ ও জ্বালানি সহযোগিতা এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) সাম্প্রতিক সীমান্ত হত্যাকা-ের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তারা যৌথ প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের ইচ্ছা প্রকাশ করেছে।
বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে একযোগে কাজ করবে বলেও জানান মুখপাত্র।