বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইসিএএমবিই-২০২৫’ শীর্ষক কৃষি প্রযুক্তি মেলা আয়োজন করা হয়েছে। ছবি : বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং (আইসিএএমবিই-২০২৫)’ শীর্ষক কৃষি প্রযুক্তি মেলা।

কৃষির উন্নয়নে কৃষি প্রকৌশলীদের গুরুত্ব তুলে ধরতে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে আয়োজন করা হয়েছে কৃষি প্রযুক্তি মেলা। আজ সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে ওই মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

এ সময় দেশের প্রথম সারির কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী ও বিতরণকারী প্রতিষ্ঠানের মধ্যে এসি আই মোটরস লিমিটেড, দি মেটাল এগ্রিটেক লিমিটেড, এসকেউ এগ্রিকালচারাল লিমিটেড, বাংলা মার্ক, উত্তরণ ইঞ্জিনিয়ারিং তাদের অত্যাধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করে। 

এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) তাদের সর্বশেষ উদ্ভাবিত প্রযুক্তিগুলোও প্রদর্শন করে।

মেলায় প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের অবাধ প্রবেশাধিকারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কৃষকদের এসব প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে তা ব্যবহারে তাদের আগ্রহী করে তোলার বিষয়েও কাজ করছে প্রতিষ্ঠানগুলো। এছাড়াও কিছু কিছু যন্ত্র চালনা করে বা ভিডিও দেখানোর মাধ্যমেও কৃষকদের সামনে তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া বলেন, ‘কৃষি যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো মাঠ পর্যায়ে পৌঁছানো অত্যন্ত জরুরি। সরকারের পরিকল্পনা হলো প্রযুক্তিগুলোকে আমাদের দেশের সার্বিক অবস্থা অনুযায়ী পরিমার্জন করে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে প্রয়োজন মাঠ পর্যায়ের সঠিক তথ্য। আমরা স্যাটেলাইট নির্ভর আধুনিক পদ্ধতি ব্যবহার করে মাঠ পর্যায়ে ফসল উৎপাদনসহ অন্যান্য তথ্য সঠিকভাবে তুলে আনার চেষ্টা করছি। এতে করে প্রতিটি মৌজায় কোন ফসলের উৎপাদন কেমন এবং সে অনুযায়ী ওই এলাকার কৃষকের কোন ধরনের যন্ত্রপাতি প্রয়োজন তা সঠিকভাবে নির্ধারণ করা যাবে। এতে করে কৃষক লাভবান হবেন তথা কৃষি ব্যবস্থাপনার উন্নয়ন হবে।’

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল আওয়াল, সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আশিক-ই-রব্বানী, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের প্রতিনিধি ড. জিয়াওকুন শি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুন নাহার করিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি) মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ ইউসুফ আখন্দ প্রমূখ।

প্রথমবারের মতো কৃষি প্রযুক্তির উৎকর্ষ সাধন করে দেশের কৃষি ব্যবস্থার উন্নয়নের উদ্দেশ্যে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বিএসএএমবিই এবং বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ। 

সম্মেলনের অংশ হিসেবে প্লেনারি সেশন, পোস্টার প্রেজেন্টেশন, মৌখিক উপস্থাপনাসহ মোট ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এছাড়াও ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের সমন্বয়ে একটি ডায়ালগ সেশনেরও আয়োজন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইঞ্জিনিয়ার পড়ে চাকরি না করে সফল উদ্যোক্তা হলেন কানিজ ফাতেমা
১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০