তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩৭
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বক্তব্য দেন উপদেষ্টা আসিফ মাহমু। ছবি : পিআইডি

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ পুনর্গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তাদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত হবে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। সেটা সফল করার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রাখতে হবে। অন্তর্বর্তী সরকার সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তা সফল করতে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। তারুণ্যের শক্তিকে পুনর্জাগরিত করতে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপিত হচ্ছে। স্টেকহোল্ডারদের সাথে নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান-সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে ইসি
চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেফতার
পি কে হালদারের সহযোগী তাজবির কারাগারে
বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ
ফেনীর মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন 
পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
জীবিত কিংবদন্তিদের নিয়েও কাজ চলছে : সংস্কৃতি উপদেষ্টা
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ
ট্রাম্পের গাজা পরিকল্পনা অধ্যয়নের জন্য আরো সময় প্রয়োজন : হামাস 
মাদারীপুরে উৎসবমুখর পরিবেশ ভেলাবাইচ অনুষ্ঠিত
১০