রাঙ্গামাটিতে মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৩:৩৫
রাঙ্গামাটিতে অসহায়-দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ব্যয় নির্বাহের জন্য শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্বিবিদ্যালয় পড়ুয়া অসহায়-দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ব্যয় নির্বাহের জন্য গঠিত রাঙ্গামাটি ফাউন্ডেশনের সুবিধাভোগী শিক্ষার্থীদের লিখিত (বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় জেলার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত লিখিত (বাছাই) পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষাচলাকালীন সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মান্না, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নিশাত শারমিন জানান, জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকাসহ শহরে অবস্থানরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত রাঙ্গামাটি ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, আজ পরীক্ষায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আশানুরুপ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এখানে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষর্থীদের আজই মৌখিক পরীক্ষা নেয়ার মাধ্যমে তাদের চুড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাঙ্গামাটি ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার্থীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিএনপি’র এক নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার 
শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমান
সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
১০