শিরোনাম
ময়মনসিংহ, ২ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী আজ ময়মনসিংহের মমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ও আনন্দমোহন কলেজে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগে অনুষ্ঠিত হচ্ছে।