শিরোনাম
মেহেরপুর, ১৪ এপ্রিল, ২০২৪ (বাসস) : সমাজসেবা অধিদফতরের আওতায় মেহেরপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শামীম হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
পুলিশ সুপার এস এম নাজমুল হক ও সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০৪ জন রোগির মধ্যে ৫০ হাজার করে ৫২ লাখ টাকার চেক এবং ৫৯ জনের মধ্যে জেলা সমাজ কল্যাণ কমিটির আর্থিক অনুদানের ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।