বাসস
  ১৬ এপ্রিল ২০২৪, ১৫:৫৪

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৬ এপ্রিল, ২০২৪ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান।
আজ মঙ্গলবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে  পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফলতা ও দীর্ঘজীবন কামনা করে প্রার্থনা করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান তিনি এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বক্ষর করেন আমিন উল আহসান। পেট্রোলিয়াম কর্পোরেশনের পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।