বাসস
  ০১ জুন ২০২৪, ১৩:৩৩

বগুড়ায় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির উদ্বোধন

বগুড়া, ১ জুন, ২০২৪ (বাসস) : শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগান নিয়ে বগুড়ায়  আজ  সকাল ১০টায় পাঁচ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির উদ্বোধন হয়েছে।
শনিবার সকাল থেকে দিন ব্যাপী জেলার মোট ২ হাজার ৮শ’ ৬৭টি কেন্দ্রে দুই প্রকারের এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বগুড়া সদর থানার পালশবাড়ি কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা:  মোহাম্মদ শফিউল আজম, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, সদর পরিবার পরিকল্পনা অফিসার ডা: শামির হোসেন মিশু প্রমুখ।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৯২১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫০ হাজার ৭৬৭ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।