পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ, ঢাবি প্রশাসনের নিন্দা

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪২ আপডেট: : ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪৫
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: বাসস ছবি: সংগৃহীত।

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): গত ১৫ জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। একই দিন বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এদিকে একই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘স্টুডেন্ট ফর সভারেন্টি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় এবং এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সম্পৃক্ততা নেই।’

হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘হামলার সাথে জড়িত উক্ত সংগঠনের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে অধ্যাপক খোরশেদ আলম বলেন, ‘পাহাড়ি জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের সঙ্গে যেটা হয়েছে, সেটা কোনও সভ্য সমাজে হতে পারে না। এখনও ছয় মাস হয়নি এর মধ্যেই আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করা হলো। এ সরকার শিক্ষার্থীদের সরকার। এরপরও কেন তাদের ওপর হামলা করা হলো। যারা হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।’

ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ববি বিশ্বাস বলেন, ‘বুধবার (১৫ জানুয়ারি) আমরা যখন মিছিল নিয়ে মতিঝিলে যাই তখন মিনিটের মধ্যে হামলা করে। স্টাম্পে পতাকা বেঁধে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমরা একেবারে নিরস্ত্র ছিলাম। তারা প্ল্যান করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেছে।’

বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী দল শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে আমরা এই হামলায় জড়িতদের অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ১২দফা নির্দেশনা
বছরে ১ বিলিয়ন ডলার ক্ষতি রোধে জলবায়ু অর্থায়নে নতুন কৌশল সরকারের
তাপদাহ জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য হুমকি-পরিবেশ উপদেষ্টা
ভার্চুয়াল হাজিরা দিলেন ইনু-পলক-আসাদুজ্জামান নূরসহ ৯ জন
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল
দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক এনবিআর সদস্য মতিউর কারাগারে
রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি
পূর্ব তিমুরে এমপিদের গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
বাটলারের রেকর্ড ভাঙ্গলেন আরব আমিরাতের ওয়াসিম
১০