পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ, ঢাবি প্রশাসনের নিন্দা

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪২ আপডেট: : ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪৫
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: বাসস ছবি: সংগৃহীত।

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): গত ১৫ জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। একই দিন বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এদিকে একই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘স্টুডেন্ট ফর সভারেন্টি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় এবং এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সম্পৃক্ততা নেই।’

হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘হামলার সাথে জড়িত উক্ত সংগঠনের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে অধ্যাপক খোরশেদ আলম বলেন, ‘পাহাড়ি জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের সঙ্গে যেটা হয়েছে, সেটা কোনও সভ্য সমাজে হতে পারে না। এখনও ছয় মাস হয়নি এর মধ্যেই আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করা হলো। এ সরকার শিক্ষার্থীদের সরকার। এরপরও কেন তাদের ওপর হামলা করা হলো। যারা হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।’

ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ববি বিশ্বাস বলেন, ‘বুধবার (১৫ জানুয়ারি) আমরা যখন মিছিল নিয়ে মতিঝিলে যাই তখন মিনিটের মধ্যে হামলা করে। স্টাম্পে পতাকা বেঁধে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমরা একেবারে নিরস্ত্র ছিলাম। তারা প্ল্যান করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেছে।’

বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী দল শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে আমরা এই হামলায় জড়িতদের অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফার লিফলেট বিতরণ
শহীদ জেহাদ গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারের বুলেট বুকে নিয়েছিলেন : বিএনপি মহাসচিব
সিডনিতে অস্ট্রেলিয়ার সাবেক ইউএফসি যোদ্ধাকে গুলি করে হত্যা
বাংলাদেশ বিনিয়োগের সম্ভাবনাময় একটি দেশ: আমীর খসরু 
গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘প্রথম পর্যায়ে’ ইসরাইল এবং হামাস একমত
নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: সাংবাদিকদের নিয়ে কর্মশালা
টাঙ্গাইলে নকল কসমেটিকস রাখায় একটি শপিংমলকে জরিমানা 
হবিগঞ্জে টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ
চাঁদপুরের ৮ লাখ শিশু টাইফয়েড টিকা পাবে 
১০