ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:৩৬
সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম আজ বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

আলম বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাষ্ট্রদূত সিয়ামকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে কোনও অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না জানতে চাইলে আলম স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি মিশন প্রধানদের মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করার রীতি রয়েছে।

তিনি বলেন, এ বছরও সেই ঐতিহ্য ধরে রাখা হচ্ছে। আমরা যে আমন্ত্রণপত্র পেয়েছি তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে বিদেশি মিশনপ্রধানদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০