বাসস
  ০১ জুন ২০২৪, ১৭:০২

রাঙ্গামাটিতে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

রাঙ্গামাটি, ১ জুন, ২০২৪ (বাসস) : জেলার ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় জেলার সাপছড়ি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক আহবায়ক সবির কুমার চাকমা।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের সিনিয়র (স্বাস্থ্য শিক্ষা) কর্মকর্তা খোকন চাকমা সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার জেলায় ৬-১১মাস বয়সী ১০হাজার ৫৩৭ জন এবং ১২-৫৯ বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। জেলার ১০ উপজেলায় একযোগে এই কার্যক্রম চলছে।