বাসস
  ০৪ জুন ২০২৪, ২৩:০০

গোপালগঞ্জে ৪টি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা: ৩ লাখ টাকা জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৪ জুন, ২০২৪ (বাসস) : জেলায় চারটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে এসব ফ্যাক্টরি স্থায়ীভাবে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহসিন উদ্দীন সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে অভিযান চালিয়ে চারটি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা ও সিলগালা করে দেন।
দীর্ঘদিন ধরে এসব অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরিতে মানব দেহের জন্য ক্ষতিকর রঙ ব্যবহার করে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিলো। আইসক্রিমের মোড়েকে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিলোনা।
ভবিষ্যতে যাতে এ ধরনের অনুমোদনহীন আইসক্রিম কেউ প্রস্তুত এবং বাজারজাত করতে না পারে, সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় সহকারী কমিশনার(ভূমি) বাবলী শবনম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান উপস্থিত ছিলেন।