বাসস
  ০৪ জুন ২০২৪, ২৩:৩৯

ঢাকায় সরকারি সফরে সিয়েরা লিওন ও জাম্বিয়ার শীর্ষ দুই সামরিক কর্মকর্তা

ঢাকা, ৪ জুন, ২০২৪ (বাসস) : সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকোওউ লাভাহুন এবং জাম্বিয়া মিলিটারি ট্রেনিং এস্টাবলিশমেন্টের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হেডন এমউইলু বাংলাদেশে এসেছেন। সরকারি সফরে মঙ্গলবার (৪ জুন) তারা বাংলাদেশে আসেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সফরকালে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকোওউ লাভাহুন আজ ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, তারা আগামী ৬ জুন ২০২৪ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিতব্য ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ প্রত্যক্ষ করতে  বাংলাদেশে আসেন। তাদের এই সফরের মধ্য দিয়ে  সিয়েরা লিওন ও জাম্বিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে আশা করা যায়।