বাসস
  ০৮ জুন ২০২৪, ১৮:২৮

অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

ঢাকা, ৮ জুন, ২০২৪ (বাসস) : কানাডার অটোয়ায় গতকাল বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করেছে। 
দিবসটি উপলক্ষ্যে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে হাইকমিশন প্রাঙ্গণে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব। আজ ঢাকায় এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত হাইকমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া, দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় বক্তারা ঐতিহাসিক ৬ দফার প্রেক্ষাপট ও ঐতিহাসিক তাৎপর্যের ওপর আলোকপাত করেন। তাঁরা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ৬ দফা আন্দোলনের ভূমিকা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এর অবদানের ওপর জোর দেন।