শিরোনাম
ঢাকা, ১৬ আগস্ট, ২০২৪ (বাসস) : সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমা রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিতন মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দোয়া মাহফিলে দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করা হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি দোয়া মাহফিলে শরিক হন।