রংপুরে হত্যা মামলার গ্রেফতার-২

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১১:৩৩
ছবি: বাসস

রংপুর, ১১ জানুয়ারি, ২০২৫ ( বাসস) : জেলার মাহিগঞ্জে আব্দুল আজিজ হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত দুজনকে শুক্রবার রাত ১০টায় গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা, মাহিগঞ্জ থানার দক্ষিণ বকচি গ্রামের তসলিম মিয়ার ছেলে ফারুক হোসেন (২৮) ও একই এলাকার বাসিন্দা আব্দল কুদ্দুস মিয়ার ছেলে বিপ্লব মিয়া (২২)।

শুক্রবার রাত গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনের সত্যতা নিশ্চিত করে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে রংপুরের মাহিগঞ্জ থানার দক্ষিণ বকচি গ্রামের আব্দুল্লাহ (৫০) নামের এক কৃষক নেপিয়ার ক্ষেত থেকে বিবস্ত্র ও মৃত অবস্থায় ওই এলাকার মৃত নুর হোসেনের ছেলে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। পরে থানায় মৃতের ভাই আশাদুল ইসলাম(২৯) একটি লিখিত অভিযোগ করে। পুলিশ মরদেহ উদ্ধার ও এ ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যায় জড়িতদের গ্রেফতারে তদন্ত তৎপরতা শুরু করে। তদন্ত শেষে আব্দুল আজিজ হত্যায় জড়িত ফারুক হোসেন ও বিপ্লব মিয়াকে ১০ জানুয়ারি গ্রেফতার করে।

পুলিশ আরো জানায়, আব্দুল আজিজ হত্যায় জড়িত দুজনকে গ্রেফতারের পর গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার বিষয়টি স্বীকার করে এবং তাদের দেখানো মতে হত্যার শিকার আব্দুল আজিজের রক্তমাখা লুঙ্গি, জ্যাকেট ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, আজিজ হত্যায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল ১০টায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০