রংপুরে হত্যা মামলার গ্রেফতার-২

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১১:৩৩
ছবি: বাসস

রংপুর, ১১ জানুয়ারি, ২০২৫ ( বাসস) : জেলার মাহিগঞ্জে আব্দুল আজিজ হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত দুজনকে শুক্রবার রাত ১০টায় গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা, মাহিগঞ্জ থানার দক্ষিণ বকচি গ্রামের তসলিম মিয়ার ছেলে ফারুক হোসেন (২৮) ও একই এলাকার বাসিন্দা আব্দল কুদ্দুস মিয়ার ছেলে বিপ্লব মিয়া (২২)।

শুক্রবার রাত গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনের সত্যতা নিশ্চিত করে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে রংপুরের মাহিগঞ্জ থানার দক্ষিণ বকচি গ্রামের আব্দুল্লাহ (৫০) নামের এক কৃষক নেপিয়ার ক্ষেত থেকে বিবস্ত্র ও মৃত অবস্থায় ওই এলাকার মৃত নুর হোসেনের ছেলে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। পরে থানায় মৃতের ভাই আশাদুল ইসলাম(২৯) একটি লিখিত অভিযোগ করে। পুলিশ মরদেহ উদ্ধার ও এ ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যায় জড়িতদের গ্রেফতারে তদন্ত তৎপরতা শুরু করে। তদন্ত শেষে আব্দুল আজিজ হত্যায় জড়িত ফারুক হোসেন ও বিপ্লব মিয়াকে ১০ জানুয়ারি গ্রেফতার করে।

পুলিশ আরো জানায়, আব্দুল আজিজ হত্যায় জড়িত দুজনকে গ্রেফতারের পর গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার বিষয়টি স্বীকার করে এবং তাদের দেখানো মতে হত্যার শিকার আব্দুল আজিজের রক্তমাখা লুঙ্গি, জ্যাকেট ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, আজিজ হত্যায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল ১০টায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০