বাসস
  ১৬ আগস্ট ২০২৪, ১৮:৪১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ

সিলেট, ১৬ আগস্ট, ২০২৪ (বাসস) : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে।
১৫ আগস্ট বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
অফিস আদেশে বলা হয়, 'গত ১৪ আগষ্ট অনুষ্ঠিত ডিন কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো। কোন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী কোন ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এর আগে, গত কয়েকদিন ধরেই রাজনীতি মুক্ত ক্যাম্পাস, দুর্নীতিবাজ ভিসির পদত্যাগসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে গতকাল ডিন কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়ন ও সিন্ডিকেট সভায় পাশ করার আহ্বান জানান শিক্ষার্থীরা।