শিরোনাম
ঢাকা, ১৯ আগস্ট, ২০২৪ (বাসস) : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যের অবসান ও ১৫ শতাংশ ইনকাম ট্যাক্স প্রত্যাহার করাসহ ৯ দফা দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) নেতৃবৃন্দ।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এসব দাবি জানান।
এসময় বিএসপিইউএ সভাপতি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী লিখিত বক্তব্য দাবিসমূহ উপস্থাপন করেন।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ উচ্চশিক্ষায় আজ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২৪ সালের কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং টাইমস হাইয়ার এডুকেশন র্যাঙ্কিং অনুযায়ী শিক্ষার গুণগত মান ও গবেষণায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় কোন অংশেই পিছিয়ে নেই। গ্র্যাজুয়েটরা বর্তমানে দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ দীর্ঘদিন থেকে নানাবিধ বৈষম্যের শিকার হয়ে আসছে- যা কোনো অবস্থাতেই কাম্য হতে পারে না উল্লেখ করে তিনি সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে বৈষম্যের একটি চিত্র তুলে ধরেন।
নয়টি দাবির মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় ১৫ শতাংশ ইনকাম ট্যাক্স প্রত্যাহার করা, স্কলারশিপ ও গবেষণায় বরাদ্দসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারি অনুদান দেওয়া চালুকরণ, ইউজিসি;বাংলাদেশ এক্ট্রেডিটেশন কাউন্সিল ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনসহ বিভিন্ন সরকারি সংস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্তির দাবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্বতš্য¿ রেগুলেটরি এজেন্সি প্রতিষ্ঠা করা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উল্লেখযোগ্য।