শিরোনাম
ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (বাসস): রাজধানীর দু’টি পৃথকস্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব:) মোহাম্মদ সোহায়েলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি’র মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনকে ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহায়েলকে বনানী থেকে গ্রেফতার করে।