বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:০২
ইজতেমা ময়দানে লাখো মুসল্লরি অংশগ্রহণে জুমার নামাজ পড়া হয়েছে। ছবি: বাসস

গাজীপুর, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় আজ শুক্রবার ইজতেমা ময়দানে লাখো মুসল্লরি অংশগ্রহণে জুমার নামাজ পড়া হয়েছে।

জুমার নামাজে ইমামতি করেছেন- তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি মাওলানা জুবায়ের। বেলা ১টা ৫০ মিনিটে জুমার জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৬ মিনিটে। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

জুমার জামাতে শরিক হতে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার-হাজার মানুষ রেলপথ, সড়কপথ, নৌ-পথসহ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে নানা ঝক্কি-ঝামেলা পেরিয়ে শরিক হন এই বৃহত্তম জুমার জামাতে। 

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান জানান, আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী মাওলানা জুবায়ের। 

এদিকে তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, ইজতেমায় অংশ নেওয়া এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কুদ্দুস গাজী (৬০)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার লোকমান হোসেন গাজীপুর ছেলে। জুমার নামাজের পর ইজতেমা ময়দানে ওই মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০