বাসস
  ২৩ অক্টোবর ২০২৪, ১০:৫৩

চাঁদপুরে ধরা পড়ছে বিরল প্রজাতির ৩টি প্রাণি

চাঁদপুর,২৩ অক্টোবর, ২০২৪ (বাসস) : জেলার মতলব উত্তর উপজেলায় গতকাল বিকেল সাড়ে ৪টায়স্থানীয় লোকজনের হাতে  ধরা পড়ছে বিরল প্রজাতির ৩টি প্রাণি ।

স্থানীয়রা জানায়, মতলব উত্তর  উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের   পূর্ব দিকের বিলের একটি ধান ক্ষেতে কি যেন নড়াচড়া করছিল  । এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা বিষয়টি লক্ষ্য করে সামনে এগিয়ে গেলে বিরল প্রজাতির প্রাণিগুলো দৌড়ে পালিয়ে যাওয়ার সময়  স্থানীয় লেকজন ৩ টি প্রাণি আটক করে। মা'সহ আরো কয়েকটি প্রাণি পালিয়ে যায়। পরে এগুলো খাঁচায় বন্ধী করে রাখা হয়।

এগুলো দেখতে নানা পেশা ও নানা বয়সের মানুষ ভিড় করে । এ নিয়ে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। কেউ বলছে চিতা বাঘের সাবক, কেউ বলছে, গন্ধগোকুল, আবার কেউবা বলছে চিতা বিড়াল।

এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, দেখতে চিতা বাঘের সাবকের মতো হলেও এটি এক জাতের বিড়াল,  যার নাম চিতা বিড়াল।