দিনাজপুরে শীতের প্রকোপ বেড়েই চলছে

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৫৬ আপডেট: : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:১০

দিনাজপুর, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায়  শীতের প্রকোপ বেড়েই চলেছে । কমছে দিন ও রাতের তাপমাত্রা। শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ চলমান রয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, আজ  সকাল ১০টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । এসময় বাতাসের আদ্রতা ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘন্টায় ৩ কিলোমিটার প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, গতকাল শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত পরশু বৃহস্পতিবার  জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের বেলা সূর্যের আলো দেখা দেয়ায় দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এরপরও বিকেল হতে না হতেই উত্তর পশ্চিমের হিমেল বাতাসের কারনে কনকনে শীত নেমে এসেছে।

তিনি জানান, গতকাল হতে দিনাজপুরে চলমান মৃদু শৈত্য প্রবাহ বইছে। এ অবস্থা আরো কয়েক দিন উত্তরের জনপদ দিনাজপুর অঞ্চলে প্রবাহিত হওয়ার আবার দিয়েছেন।

দিনাজপুরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলায় চাল-কল মালিক সমিতির ৫ হাজার পিস কম্বল, ৫ হাজারের পিস সুয়েটার- জ্যাকেট ও ২ হাজার পিস শিশু পোশাক বিতরণ করেছেন।

দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম জেলার বিত্তবানসহ সংশ্লিষ্ট সকলকেই, শীত বস্ত্র বিতরণ এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২১ জুলাই : কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সারাদেশে সংঘর্ষে আরও ১৯ জন নিহত
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
১০