দিনাজপুরে শীতের প্রকোপ বেড়েই চলছে

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৫৬ আপডেট: : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:১০

দিনাজপুর, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায়  শীতের প্রকোপ বেড়েই চলেছে । কমছে দিন ও রাতের তাপমাত্রা। শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ চলমান রয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, আজ  সকাল ১০টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । এসময় বাতাসের আদ্রতা ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘন্টায় ৩ কিলোমিটার প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, গতকাল শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত পরশু বৃহস্পতিবার  জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের বেলা সূর্যের আলো দেখা দেয়ায় দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এরপরও বিকেল হতে না হতেই উত্তর পশ্চিমের হিমেল বাতাসের কারনে কনকনে শীত নেমে এসেছে।

তিনি জানান, গতকাল হতে দিনাজপুরে চলমান মৃদু শৈত্য প্রবাহ বইছে। এ অবস্থা আরো কয়েক দিন উত্তরের জনপদ দিনাজপুর অঞ্চলে প্রবাহিত হওয়ার আবার দিয়েছেন।

দিনাজপুরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলায় চাল-কল মালিক সমিতির ৫ হাজার পিস কম্বল, ৫ হাজারের পিস সুয়েটার- জ্যাকেট ও ২ হাজার পিস শিশু পোশাক বিতরণ করেছেন।

দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম জেলার বিত্তবানসহ সংশ্লিষ্ট সকলকেই, শীত বস্ত্র বিতরণ এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০