রংপুরে আজিজ হত্যা মামলায় ২ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৩:০৬

রংপুর, ১১ জানুয়ারি, ২০২৫  (বাসস) : রংপুরের মাহিগঞ্জে আব্দুল আজিজ হত্যা মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাহিগঞ্জ থানার দক্ষিণ বকচি গ্রামের তসলিম মিয়ার ছেলে ফারুক হোসেন (২৮) ও একই এলাকার বাসিন্দা আবদুল কুদ্দুস মিয়ার ছেলে বিপ্লব মিয়া (২২)।

গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৫টার দিকে রংপুরের মাহিগঞ্জ থানার দক্ষিণ বকচি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে আব্দুল আজিজের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। পরে থানায় মৃতের ভাই আশাদুল ইসলাম (২৯) একটি লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। তদন্ত শেষে আব্দুল আজিজ হত্যায় জড়িত ফারুক হোসেন ও বিপ্লব মিয়াকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।

পুলিশ আরো জানায়, আব্দুল আজিজ হত্যায় জড়িত দু’জনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে। তাদের দেখানো মতে হত্যার শিকার আব্দুল আজিজের রক্তমাখা লুঙ্গি, জ্যাকেট ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, আজিজ হত্যায় জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু 
মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার
আগামীকাল নেত্রকোনায় দুদকের ১৮৩তম গণশুনানি
রাবিতে এডুকেশন ক্লাবের ২ দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু
অবৈধ মাদকদ্রব্য সীসা বিক্রি : সেলিম প্রধানসহ ৯ জন কারাগারে
শেখ হাসিনা ও তার সহযোগীরা ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে:  শামসুজ্জামান দুদু
সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে অফিসের নতুন সময়সূচি
১০