রংপুরে আজিজ হত্যা মামলায় ২ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৩:০৬

রংপুর, ১১ জানুয়ারি, ২০২৫  (বাসস) : রংপুরের মাহিগঞ্জে আব্দুল আজিজ হত্যা মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাহিগঞ্জ থানার দক্ষিণ বকচি গ্রামের তসলিম মিয়ার ছেলে ফারুক হোসেন (২৮) ও একই এলাকার বাসিন্দা আবদুল কুদ্দুস মিয়ার ছেলে বিপ্লব মিয়া (২২)।

গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৫টার দিকে রংপুরের মাহিগঞ্জ থানার দক্ষিণ বকচি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে আব্দুল আজিজের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। পরে থানায় মৃতের ভাই আশাদুল ইসলাম (২৯) একটি লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। তদন্ত শেষে আব্দুল আজিজ হত্যায় জড়িত ফারুক হোসেন ও বিপ্লব মিয়াকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।

পুলিশ আরো জানায়, আব্দুল আজিজ হত্যায় জড়িত দু’জনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে। তাদের দেখানো মতে হত্যার শিকার আব্দুল আজিজের রক্তমাখা লুঙ্গি, জ্যাকেট ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, আজিজ হত্যায় জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারি খরচায় ১১ লাখ ৯৫ হাজার জনকে আইনি সহায়তা
মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী
কুষ্টিয়ায় সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ
পাকিস্তানের কাছে হেরে অপেক্ষায় বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়ে ভাংচুর: স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহা কারাগারে
সিলেট স্টেডিয়ামে জুলাই আন্দোলনে শহীদ তুরাবের নামে গ্যালারি
জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষকেই ঠিক করতে হবে : মির্জা ফখরুল 
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
১০