শিরোনাম
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৪ (বাসস) : যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সংসদীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ১৬ ও ১৭ নভেম্বর বাংলাদেশ সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করাই তার সফরের অন্যতম প্রধান লক্ষ্য।
হাসান বলেন, সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
জুলাইয়ে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে (এফসিডিও) ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।
ক্যাথরিন ওয়েস্ট ২০২৪ সালের ৯ জুলাই পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসে সংসদীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
ক্যাথরিন চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সঙ্গে সরাসরি যুক্তরাজ্যের স্বার্থ সম্পর্কিত বিষয়াদি তত্ত্বাবধান করেন।
তিনি ভারত মহাসাগর অঞ্চলে অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষ করে রপ্তানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি এবং প্রযুক্তির সম্প্রসারণ ও ব্যবহার সম্পর্কে নজরদারির দায়িত্বও তার।
২০১৫ সাল থেকে তিনি হার্নসে ও ফ্রিয়ার্ন বার্নেট আসন থেকে লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।