মেহেরপুরে জরায়ু ও স্তন ক্যানসার প্রতিরোধ সপ্তাহ উদযাপন

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৫১ আপডেট: : ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৮
মেহেরপুরে জরায়ু ও স্তন ক্যানসার প্রতিরোধ সপ্তাহ উদযাপন। ছবি : বাসস

মেহেরপুর ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় জরায়ু ও স্তন ক্যানসার সংক্রান্ত সেবার পরিধি ও মান উন্নয়নসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ১৯ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ‘জরায়ু  ও স্তন ক্যানসার প্রতিরোধ সপ্তাহ’ উদযাপন হচ্ছে। 

এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মহীউদ্দিন আহমেদের  সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সিভিল সার্জন আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপ-পরিচালক রাশেদুল বশির, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সিভিল সার্জনের কার্যালয়ে কনসালটেন্ট ডা. ইনজামাম উল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, ডা. সুরাইয়া শারমিন প্রমুখ।

সভায় সিভিল সার্জন বলেন, জরায়ু ও স্তন ক্যানসার মরণ ব্যাধি, যা প্রাথমিকভাবে সাধারণত কোনো দৃশ্যমান পূর্ব লক্ষণ প্রকাশ করে না।  নিয়মিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে এই ক্যানসার সম্পূর্ণ নিরাময় সম্ভব। শুরুতে এ ক্যানসার নির্ণয় করতে পারলে অনেক মা-বোনের জীবন রক্ষা করা যাবে।

সভায় চিকিৎসক, উপজেলা শিক্ষা কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষিকা, সাংবাদিক, সেবিকা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০