বাসস
  ১৭ নভেম্বর ২০২৪, ১৭:০৬

ট্রাইবুন্যালে ৫৩ জনের বিরুদ্ধে নির্যাতন ও গুমের অভিযোগ ৭ শিবির নেতার

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত সাতজনের পক্ষ থেকে বিগত সরকারের আমলে সংঘটিত নির্যাতন ও গুমের ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ ৫৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান,  আজ (রোববার) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের কার্যালয়ে এসে তারা লিখিত অভিযোগ দাখিল করেছেন।

বিভিন্ন সময়ে গুম ও নির্যাতনের শিকার হওয়া অভিযোগকারীরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনি ইসলাম, চট্টগ্রামের আব্দুল করিম ও সাইফুল ইসলাম তারেক, বগুড়ার আলমগীর হোসেন, নোয়াখালীর দেলোয়ার হোসেন ও গুলশান ভাটারা থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন।

 এদিকে এখনও নিখোঁজ থাকা ঝিনাইদহের মো. কামারুজ্জামানের পক্ষে তার ভাই উপস্থিত থেকে গুমের অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে সংঘটিত শিবিরের বিভিন্ন নেতাকর্মীদের প্রতি পাশবিক নির্যাতন চালানোয় জনি একটি পা হারান, দেলোয়ার হোসেন হারান একটি চোখ, এবং আব্দুল করিম ও মো. আলমগীর হোসেন চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। 

অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ৪ মে তুলে নিয়ে যাওয়ার পর থেকে আজও কামারুজ্জামানের কোন খোঁজ পায়নি তার পরিবার।

খুব শিগগিরই তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তবে অভিযোগকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে এখনই অভিযুক্তদের নাম জানানো হচ্ছে না বলে জানায় ট্রাইব্যুনাল।