এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক হ্রাস, রেগুলেটরি শুল্ক ও আগাম কর প্রত্যাহার

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭ আপডেট: : ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৫১
ফাইল ছবি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দেশে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক হ্রাস এবং রেগুলেটরি শুল্ক ও আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার জনস্বার্থে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

এতে বলা হয়, বর্তমানে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক (সিডি) ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ এবং ৩ শতাংশ রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫ শতাংশ আগাম কর (এটি) দেওয়া থেকে সম্পূর্ণ অব্যাহতি দেয়া হয়েছে।

এই অব্যাহতি দেয়ার ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ হতে কমে সাড়ে ৩১ শতাংশে নেমে এসেছে।

প্রজ্ঞাপনের ফলে প্রতিটি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ প্রকারভেদে ১ হাজার ৫০০ টাকা হতে ৭ হাজার টাকা পর্যন্ত কমবে। আমদানি ব্যয় কমার কারণে এয়ার পিউরিফায়ার জনগণের নিকট কমদামে সহজলভ্য হবে।

এয়ার পিউরিফায়ারের বহুল ব্যবহার জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩
জনরায় মেনে নিয়ে নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জয়নুল আবদিন ফারুক
বাংলাদেশ থেকে কাঁঠাল-পেয়ারা আমদানিতে আগ্রহী চীন
মালয়েশিয়ায় ট্রাম্প-লুলার বৈঠক নিয়ে আলোচনা চলছে
চীনা ফেন্টানাইল পাচারকারী প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে কিউবা
বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় টি-টোয়েন্টি; সিরিজ জিতল ইংল্যান্ড
নাইজেরিয়ার পার্লামেন্ট সাহায্য ব্যয়ের তদন্ত করছে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ড্র
পোপের সঙ্গে প্রার্থনা করে ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রিটেনের রাজা
নরসিংদীতে বিএনপি নেতার ছাতা বিতরণ
১০