রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:৫৫
অতিবৃষ্টিতে বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্ত:জেলা সংযোগ সড়ক মারিশ্যা- দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি : বাসস

রাঙ্গামাটি,৩ আগস্ট ২০২৫ (বাসস): রাতভর ভারী বৃষ্টিতে আজ সকাল থেকে বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্ত:জেলা সংযোগ সড়ক  মারিশ্যা- দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ  হয়ে গেছে। 

গতকাল ২ আগস্ট শনিবার দিবাগত রাতে ভারী বৃষ্টির ফলে আজ রবিবার সকাল ৬ টার দিকে সড়কের ৯,১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসের কারণে চট্টগ্রামগামী শান্তি পরিবহণের বাসসহ ছোট বড়  অনেক যানবাহন আটকে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে শতাধিক মানুষ। এছাড়া টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।  

বাঘাইছড়ি পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহণের লাইন ম্যান গিয়াসউদ্দিন নাছির  পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, রবিবার সকালে পাহাড় ধসের কারণে এখন পর্যন্ত  সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার সংবাদ পেয়েছি। এতে সড়কে সব গাড়ি আটকে আছে,  মাটি সরানোর কাজ এখনো শুরু হয়নি। 

শান্তি পরিবহণের যাত্রী মো. আরমান বলেন, সকাল থেকে সড়কে আটকে আছি। এখনো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বাসসকে জানান, বাঘাইছড়ি উপজেলার  মারিশ্যা- দিঘিনালা সড়কে আজ সকালে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়েছি। সড়কে  মাটি সরানোর জন্য জনবল ও গাড়িসহ যন্ত্রপাতি পাঠানো হয়েছে। তবে মাটি সরাতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বাসসকে জানান, উপজেলার মারিশ্যা- দিঘিনালা সড়কসহ কয়েকটি স্থানে  পাহাড় ধসের কারণে সকাল থেকে যানচলাচল বন্ধ রয়েছে। মাটি সরাতে  সেখানে সড়ক ও জনপথ বিভাগ কাজ করছে। বর্তমানে এই সড়কে বড় যান চলাচল বন্ধ থাকলেও ছোট যান চলাচল করতে পারছে।

আশা করছি খুব তাড়াতাড়ি মাটি সরানোর কাজ শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
গাজায় দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের আশা রুবিওর
১০