চাঁদপুরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:৪৬
বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ছবি: বাসস

/ আবদুস সালাম আজাদ / 

চাঁদপুর, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আন্দোলনকারীরা শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে স্টেডিয়াম রোড, মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড ও আব্দুল করিম পাটওয়ারী সড়ক হয়ে একই স্থানে এসে শেষ করে।

চাঁদপুর সদর মডেল থানা, স্পেশাল পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের সামনে ও পিছনে নিরাপত্তা দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতা করে ।

বিক্ষোভ মিছিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘দিনে করে নাটক, রাতে করে আটক, ‘আমার খাও, আমার পর, আমাকেই গুলি কর’, ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘আমার ভাই মরলো কেন, আমার বোন মরলো কেন, জবাব চাই, জবাব চাই’, ‘দিয়েছিতো রক্ত আরো দেব রক্ত’, ‘জেগেছেরে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা, মেধা’ ইত্যাদি জ্বালাময়ী স্লোগানে প্রকম্পিত করে রাজপথ। মিছিলে মেয়েদের হাতে রুটি বানানো বেলুন, ডালঘুটনি, খুন্তি ও গুলাই দেখা যায়।

কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ গুলি করে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করে। পুলিশ নিরীহ শিক্ষার্থীদের গ্রেফতার করে কারাগারে পাঠায়। চাঁদপুরের শান্তিপূর্ণ কর্মসূচিতে একাধিকবার যুবলীগ ও ছাত্রলীগ হামলা করে। তবে চাঁদপুরে পুলিশের সহযোগিতায় ৩ আগস্টের মিছিল ছিল নিরাপদ ও শান্তিপূর্ণ।

একইদিন জেলার হাজীগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। সেখানেও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দাস, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রসিদ ও হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুবুল আলম লিপন শিক্ষার্থীদের বুঝিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরামর্শ দেন। পুলিশ সেদিন আন্দোলনকারীদের সহযোগিতা করেন এবং নিরাপত্তা দেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম ও ডিবি ওসি এনামুল হক চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের নিরাপত্তায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত বাসসকে বলেন, শিক্ষার্থীদের কর্মসূচিতে আমাদের সহায়তা ছিল। যে কারণে তারা শহরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পেরেছে। সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে ওইদিন বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পেশাজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে পেশাজীবী নেতারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০