সুনামগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯
সুনামগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন । ছবি ; বাসস

সুনামগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এ ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মো. আশরাফ উদ্দিন, ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল আলী প্রমুখ।

এ সম্মেলনে  জেলার বিভিন্ন উপজেলার ১১০ জন ইমাম অংশ নেন।

সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ সামাজিক বনায়ণ ও হাসঁ- মুরগি পালনে ৪৫ দিনের প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে বাছাই করে শ্রেষ্ঠ তিনজন ইমামকে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হবে। সেখান থেকে বাছাই করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় পাঠানো হবে। সেলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কাজ করছে।

ইমাম সম্মেলনের শেষে একই স্থানে সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে পবিত্র হজ ও ওমরাহ বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

 

 

Copyright © • BSS DASHBOARD • All Rig

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে সুযোগ হয়নি বাবর-রিজওয়ানদের
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদ্‌যাপন
টানা ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ, পানিবন্দি হাজারো মানুষ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেস্ট হাউজের উদ্বোধন
ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি
চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছেন ৩১৫ আইনজীবী
প্রথমবারের মতো বেপজার ‘বার্ষিক আর্থিক সম্মেলন’ অনুষ্ঠিত
সাবেক মন্ত্রী গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব অবরুদ্ধ
১০