সুনামগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯
সুনামগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন । ছবি ; বাসস

সুনামগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এ ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মো. আশরাফ উদ্দিন, ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল আলী প্রমুখ।

এ সম্মেলনে  জেলার বিভিন্ন উপজেলার ১১০ জন ইমাম অংশ নেন।

সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ সামাজিক বনায়ণ ও হাসঁ- মুরগি পালনে ৪৫ দিনের প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে বাছাই করে শ্রেষ্ঠ তিনজন ইমামকে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হবে। সেখান থেকে বাছাই করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় পাঠানো হবে। সেলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কাজ করছে।

ইমাম সম্মেলনের শেষে একই স্থানে সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে পবিত্র হজ ও ওমরাহ বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

 

 

Copyright © • BSS DASHBOARD • All Rig

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০