শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সফলতা

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৬:২২
শেরপুর সরকারি কলেজ। ছবি ; বাসস

শেরপুর ,২১ জানুয়ারি, ২০২৫ (বাসস): শেরপুর সরকারি কলেজের  শিক্ষর্থীরা সফল্য ধরে রেখেছেন। এ বছর ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর আজ মঙ্গলবার দুপুর ১২টায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এদিকে একসঙ্গে এতজন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় খুশি অভিবাবক, কলেজ কর্তৃপক্ষ ও জেলাবাসী।

এ বছর যারা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তারা হলেন— তাসনীম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), প্রীতি খানম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), মিত্রা (রাজশাহী মেডিকেল কলেজ), রিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), রেশমি (সলিমুল্লাহ মেডিকেল কলেজ), নিশাল (ময়মনসিংহ মেডিকেল কলেজ), রিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), তওহিদ (শেরে-বাংলা মেডিকেল কলেজ), আফিয়া ইবনাত (রংপুর মেডিকেল কলেজ), সুপ্তি (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), সাদিয়া (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), আদিবা আহসান (বগুড়া মেডিকেল কলেজ), তাহমিনা (এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ), পূজা (মুগদা মেডিকেল কলেজ), নুসরাত (সিলেট মেডিকেল কলেজ), ইভা (টাঙ্গাইল মেডিকেল কলেজ), আরাফাতুল (চাঁদপুর মেডিকেল কলেজ), ফাহমিদা (ফরিদপুর মেডিকেল কলেজ), নিশাত (জামালপুর মেডিকেল কলেজ), মিতালী (সাতক্ষীরা মেডিকেল কলেজ) ও রিয়া (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ)।

এবিষয়ে শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন বাসস'কে বলেন, গত বছর থেকে এবছর বেশি সংখ্যাক শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তবে আমরা আশা করেছিলাম এ সংখ্যা আরো বাড়বে। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের কলেজ থেকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০