শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সফলতা

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৬:২২
শেরপুর সরকারি কলেজ। ছবি ; বাসস

শেরপুর ,২১ জানুয়ারি, ২০২৫ (বাসস): শেরপুর সরকারি কলেজের  শিক্ষর্থীরা সফল্য ধরে রেখেছেন। এ বছর ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর আজ মঙ্গলবার দুপুর ১২টায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এদিকে একসঙ্গে এতজন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় খুশি অভিবাবক, কলেজ কর্তৃপক্ষ ও জেলাবাসী।

এ বছর যারা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তারা হলেন— তাসনীম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), প্রীতি খানম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), মিত্রা (রাজশাহী মেডিকেল কলেজ), রিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), রেশমি (সলিমুল্লাহ মেডিকেল কলেজ), নিশাল (ময়মনসিংহ মেডিকেল কলেজ), রিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), তওহিদ (শেরে-বাংলা মেডিকেল কলেজ), আফিয়া ইবনাত (রংপুর মেডিকেল কলেজ), সুপ্তি (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), সাদিয়া (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), আদিবা আহসান (বগুড়া মেডিকেল কলেজ), তাহমিনা (এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ), পূজা (মুগদা মেডিকেল কলেজ), নুসরাত (সিলেট মেডিকেল কলেজ), ইভা (টাঙ্গাইল মেডিকেল কলেজ), আরাফাতুল (চাঁদপুর মেডিকেল কলেজ), ফাহমিদা (ফরিদপুর মেডিকেল কলেজ), নিশাত (জামালপুর মেডিকেল কলেজ), মিতালী (সাতক্ষীরা মেডিকেল কলেজ) ও রিয়া (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ)।

এবিষয়ে শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন বাসস'কে বলেন, গত বছর থেকে এবছর বেশি সংখ্যাক শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তবে আমরা আশা করেছিলাম এ সংখ্যা আরো বাড়বে। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের কলেজ থেকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বদরুদ্দীন উমরের মৃত্যুতে জামায়াতের শোক
শেরপুরে সিপিসিসি প্রকল্পের চেক বিতরণ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন
বদরুদ্দীন উমরের মৃত্যুতে অর্থ উপদেষ্টার শোক
পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
বদরুদ্দীন উমরের মৃত্যুতে এনসিপির শোক
এলডিসি থেকে উত্তরণের আগে বাণিজ্য আলোচনায় সক্ষমতা বাড়ানোর আহ্বান
ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
১০