শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সফলতা

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৬:২২
শেরপুর সরকারি কলেজ। ছবি ; বাসস

শেরপুর ,২১ জানুয়ারি, ২০২৫ (বাসস): শেরপুর সরকারি কলেজের  শিক্ষর্থীরা সফল্য ধরে রেখেছেন। এ বছর ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর আজ মঙ্গলবার দুপুর ১২টায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এদিকে একসঙ্গে এতজন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় খুশি অভিবাবক, কলেজ কর্তৃপক্ষ ও জেলাবাসী।

এ বছর যারা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তারা হলেন— তাসনীম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), প্রীতি খানম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), মিত্রা (রাজশাহী মেডিকেল কলেজ), রিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), রেশমি (সলিমুল্লাহ মেডিকেল কলেজ), নিশাল (ময়মনসিংহ মেডিকেল কলেজ), রিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), তওহিদ (শেরে-বাংলা মেডিকেল কলেজ), আফিয়া ইবনাত (রংপুর মেডিকেল কলেজ), সুপ্তি (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), সাদিয়া (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), আদিবা আহসান (বগুড়া মেডিকেল কলেজ), তাহমিনা (এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ), পূজা (মুগদা মেডিকেল কলেজ), নুসরাত (সিলেট মেডিকেল কলেজ), ইভা (টাঙ্গাইল মেডিকেল কলেজ), আরাফাতুল (চাঁদপুর মেডিকেল কলেজ), ফাহমিদা (ফরিদপুর মেডিকেল কলেজ), নিশাত (জামালপুর মেডিকেল কলেজ), মিতালী (সাতক্ষীরা মেডিকেল কলেজ) ও রিয়া (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ)।

এবিষয়ে শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন বাসস'কে বলেন, গত বছর থেকে এবছর বেশি সংখ্যাক শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তবে আমরা আশা করেছিলাম এ সংখ্যা আরো বাড়বে। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের কলেজ থেকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধ কর্মী ছাঁটাইয়ের জন্য কোয়ান্টাসকে ৫৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা
ভারতে এক নারী হত্যার ভিডিও কক্সবাজারের বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু
ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটনে জেলেনস্কি
দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০ আগস্ট চালু হচ্ছে তৃতীয় তিস্তা সড়ক সেতু
শাহজালাল বিমানবন্দরে ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ৩
লক্ষ্মীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পরিচিত সভা
ঝিনাইদহের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি অপু ঢাকা থেকে গ্রেফতার
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
১০