ছাত্র-জনতার আত্মত্যাগের ঋণ সবসময় মনে রাখতে হবে : ঢাবি উপাচার্য

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:০১

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। তাদের ঋণ আমাদের সবসময় মনে রাখতে হবে।

‘জুলাই অভ্যুত্থানে বিজয় একাত্তর হল : অবদান, স্মৃতিচারণ’ শীর্ষক এক আলোচনা সভায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

গতকাল শনিবার সন্ধ্যায় হল মিলনায়তনে ঢাবি’র বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা এ অনুষ্ঠান আয়োজন করেন। 

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে ডকুমেন্টরি প্রদর্শনী, গ্রাফিতি প্রদর্শনী, মেডিকেল সেবা ক্যাম্প আয়োজন এবং অভ্যুত্থানে হলের আহত শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসা প্রণোদনা বিতরণ করা হয়। 

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, নতুন বাংলাদেশ অর্জনে আমাদের শিক্ষার্থীদের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষার্থীসহ অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে পেছনে ফেরার সুযোগ নেই। ছাত্র-জনতার আত্মত্যাগের ঋণ আমাদের সবসময় মনে রাখতে হবে। 

তাদের অবদান ও স্মৃতি স্মারক বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে এ বিষয়ে একটি সংগ্রহশালা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম ও আন্তরিকতা এবং সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গৃহিত বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে হলের আহত ৫৮জন শিক্ষার্থীর মধ্যে চিকিৎসা প্রণোদনা বিতরণ করা হয়। আলোচনা সভার পূর্বে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রাফিতি প্রদর্শনী ও মেডিকেল সেবা ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। হলের শিক্ষার্থী আব্দুল কাদের ও জসীম উদ্দিন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন। মুবাশ্বিরুজ্জামান হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০