ডিসেম্বরে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে ১০.৮৯ শতাংশ

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩১
প্রতীকী ছবি

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার গত ২০২৪ সালের ডিসেম্বরে কিছুটা হ্রাস পেয়ে ১০ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। যা গত নভেম্বর মাসে ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ। ২০২৪ সালের নভেম্বর মাসে যেটি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

এদিকে নভেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৯ শতাংশ থাকলেও ডিসেম্বর মাসে সেটি কমে ৯ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।

শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হারও কমেছে গত ডিসেম্বর মাসে। ২০২৪ সালের ডিসেম্বরে গ্রামীণ এলাকায় পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যাস্ফীতির হার ছিল ১১ দশমিক ৯ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে ১২ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ। এছাড়া অ-খাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে  ৯ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে শহরাঞ্চলে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ।

২০২৪ সালের ডিসেম্বরে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১৩ দশমিক ৫৬ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১৪ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি হার (সাধারণ) হয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ (পয়েন্ট- টু-পয়েন্ট)। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৮ দশমিক ১০ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ
রাঙ্গামাটির রাজবন বিহারে সর্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত
মাগুরায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়
সাতক্ষীরায় নদীনির্ভর জীবনযাত্রা মেলা যেন এক জীবন্ত পাঠশালা
মোংলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত
বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর
ভেনিজুয়েলার উপকূল থেকে জব্দ ট্যাংকারটিকে বন্দরে আনছে যুক্তরাষ্ট্র
মাগুরায় বিট পুলিশিংয়ের ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা
কিয়েভে ২টি বিস্ফোরণে নিহত ১, আহত ৪ 
ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জেলেনস্কির আলোচনা
১০